শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়াম প্রকল্পের হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন কয়েকটি মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করেছে সংসদীয় সাব-কমিটি।
রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২নং সাব-কমিটির আহ্বায়ক নাহিম রাজ্জাকের নেতৃত্বে এ নির্মাণ কাজ পরিদর্শন করা হয়। এ সময় সাব-কমিটির সদস্য এ এম নাইমুর রহমান এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের বাহুবল সদরে নির্মাণাধীন কাজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে কমিটি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়ক সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মিনি প্যাভিলিয়ন স্থান নির্বাচন করে কমিটি এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় সমস্যা সমাধান করে অতি দ্রুত নির্মাণ কাজ শেষ করার সুপারিশ করে।
কমিটি আহ্বায়ক নাহিম রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম গঠন এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে খেলাধুলায় উৎসাহিত করতে এ প্রকল্প কাজে আসবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com