বরিশালে শেক্সপিয়ারের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘শেক্সপিয়ার শুধু ইংরেজী সাহিত্যকেই সমৃদ্ধ করেনি, তিনি ইংরেজী ভাষাকেও সমৃদ্ধ করেছেন। সৃষ্টি করেছেন ১৭শ’র বেশী শব্দ।
কারো কারো মতে এর সংখ্যা আরো বেশী। তিনি তখনকার তথাকথিত প্রভাবশালীদের বিরুদ্ধে লিখেছেন, লিখেছেন শোষিতদের পক্ষে। শেক্সপিয়ারের কাছ থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেন র্যাব মহাপরিচালক।
সোমবার দুপুর সোয়া ২টায় সরকারী বরিশাল কলেজের ইংরেজী বিভাগের উদ্যোগে আয়োজিত শেক্সপিয়ারের ৪৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার অলিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মু. মুহসিনউদ্দিন, সরকারি বিএম কলেজের ইংরেজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধাপক এইচএম মাহবুবুল আলম।
এছাড়া অনুষ্ঠানে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, র্যাব-৮’র বিদায়ী অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব, নবাগত কমান্ডার অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com