শুরু হচ্ছে জাহিদ-তিশার পলিসি কাশেম

লেখক:
প্রকাশ: ৬ years ago

অনেক সেরা নাটকের জুটি জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। এবার ঈদুল আযহার একটি সাত পর্বের ধারাবাহিক নাটকেও কাজ করেছেন তারা। নাটকটির নাম ‘পলিসি কাশেম’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আমীরুল হক চৌধুরী, কচি খন্দকার, মীরাক্কেলখ্যাত জামিল, সুজাত শিমুল প্রমুখ।

‘পলিসি কাশেম’ সম্পর্কে নাটকটির নাট্যকার পলাশ মাহবুব বলেন, ‘একটি নাটকের ভালো-মন্দ শেষ বিচারে অনেকটাই নির্ভর করে পরিচালক এবং কলাকুশলীদের ওপর। তবে নাট্যকারের জায়গা থেকে আমি ভালো কিছু দেয়ার চেষ্টা করেছি। বিনোদন ঘরানার হলেও ‘পলিসি কাশেম’ বক্তব্যধর্মী নাটক। আমার অন্যান্য নাটকগুলোর মতো এই নাটকেও হাস্যরসের মধ্য দিয়ে দর্শকরদের একটি মেসেজ দেয়া হয়েছে। আশা করছি ‘পলিসি কাশেম’ দর্শকরা উপভোগ করবেন।’

পরিচালক আবু হায়াত মাহমুদও নাটকটি নিয়ে বেশ আশাবাদী। তিনি বললেন,‘ভালো স্ক্রিপ্ট, শিল্পীদের দারুণ অভিনয়, চ্যানেল কর্তৃপক্ষের আন্তরিকতা সব মিলিয়ে আশাবাদী হওয়ার মতো একটি কাজ হয়েছে। বাকিটা এখন দর্শকদের হাতে।’

সাত পর্বের ধারাবাহিক ‘পলিসি কাশেম’ প্রচারিত হবে বাংলাভিশনে আজ ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত, রাত ৮টা ৪০ মিনিটে।