শুভর সঙ্গী ফারিয়া

লেখক:
প্রকাশ: ২ years ago

নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। ‘ফুটবল ৭১’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে আরেফিন শুভর বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে চুক্তিপত্রে স্বাক্ষর করার মুহূর্তের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন— ‘আমার পরবর্তী! অনম বিশ্বাসের সঙ্গে।’

 

এর আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন শুভ। এ সিনেমা নিয়ে শুভ বলেন— ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি, দারুণ কিছু তৈরি হবে।’

নির্মাতা সূত্রে জানা যায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করবেন তা দ্রুত জানানো হবে।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে এ সিনেমা। ১৯৭১ সালের প্রেক্ষাপটে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এজন্য সিনেমাটির চিত্রনাট্য রচনা করতে গিয়ে বিস্তর গবেষণা করতে হয়েছে পরিচালককে। প্রায় দেড় বছর গবেষণা করেছেন বলে জানিয়েছেন অনম বিশ্বাস।