‘শুধু মেসিই পারে দলকে টেনে নিতে’

:
: ৬ years ago

আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডকে চেপে ধরতে চায়। তবে বিশ্বকাপ বাছাইপর্বে অপেক্ষাকৃত খারাপ ফর্ম ছিল তাদের। ইনজুরি এবং দল নির্বাচন নিয়ে বিতর্কে আর্জেন্টিনা কিছুটা ধরাশয়ী। আর তাই নিজেদের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়ে একটা বার্তা দিতে চায় আর্জেন্টিনা। আর তার জন্য আলবেসেলেস্তেরা অপেক্ষায় থাকবে মেসি শো’র। তবে আইসল্যান্ড মেসিকে আটকাতে পারবে বলে আশাবাদী।

তারা সর্বশেষ ইউরোতে দারুণ পারফর্ম করে। উঠে যায় কোয়ার্টার ফাইনালে। আর সেটাই তাদের আশা দেখাচ্ছে। ইউরোতে এই আইসল্যান্ড শিরোপজয়ী পর্তুগালকে ১-১ গোলে রুখে দেয়। সে ম্যাচে তারা গোল করতে দেয়নি পর্তুগিজ যুবরাজ রোনালদোকে। সেটাই সাহস দিচ্ছে আইসল্যান্ডকে। তাদের বিশ্বাস এ ম্যাচে তারা আটকাতে পারবে মেসিকেও।

আইসল্যান্ডের বার্নলি উইঙ্গার জোহান বার্গ এ বিষয়ে বলেন, ‘আমরা জানি এ ম্যাচে আমাদের রক্ষণে বেশি সময় দিতে হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলারকে আটকাতে যাচ্ছি। তবে আমরা আশাবাদী তাকে আটকানোর বিষয়ে। এর আগে রোনালদোকে আটকানোর কাজটি আমরা করে দেখিয়েছি।’

তবে আইসল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা। তারই বহিঃপ্রকাশ আর্জেন্টিনা গোলরক্ষক ক্যাবেয়েরোর কথায়, ‘আমাদের ধৈয্য ধরে খেলতে হবে। মাঠ দখল করে খেলতে হবে। বল দেওয়া নেওয়া করতে হবে। জায়গা তৈরি করতে হবে। এটা আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমাদের নিজেদের স্নায়ুর ওপর নির্ভার রাখতে হবে।’

তবে বিশ্বকাপে আর্জেন্টিনা দল মেসির ওপর নির্ভরশীল। এমনকি আইসল্যান্ডের বিপক্ষেও মেসির ওপর নির্ভর করছেন আর্জেন্টিনা কোচ। এটা অনেকের দৃষ্টিতে খারাপ দেখাচ্ছে। তবে আর্জেন্টিনা কোচ ওসবের সঙ্গে একমত নন। তিনি বলেন, ‘সেই পারে নিজের কাঁধে করে দলকে বৈতরণী পার করাতে। এটা তারই দল হতে যাচ্ছে।’