মোঃ শাহাজাদা হিরা :বাংলাদেশের চেতনার সাথে জরিয়ে আছে যে গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ২৫ লাইনের এই গানের ১০ লাইনকে আমাদের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতীয় সংগীত গাওয়ার কিছু নিয়ম-কানুন সহ রয়েছে জাতীয় সংগীত বিধিমালা । ১৯৭৮ সালে এ বিধিমালা প্রণয়ন করা হয়। তাই শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন এর উপর জোর দিয়ে সংস্কৃতিক মন্ত্রনালয় এর উদ্যোগে বাংলাদেশ ব্যপি শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০১৮ এর আয়োজন করা হয় তারি ধারাবাহিকতায় বরিশাল সার্কিট হাউজে গতকাল ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশন পর্যায়ে। তিনটি বিভাগের মধ্যে প্রতিযোগিতায় প্রাথমিক স্তরে অংশগ্রহণ করেন ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক স্তরে অংশগ্রহণ করেন ৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক স্তরে অংশগ্রহণ করেন ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান, এই তিনটি পর্যায়ের মোট ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বরিশাল সিটি কর্পোরেশন স্কুলের ছাত্র, ছাত্রী দের সমবেত কন্ঠে পরিবেশিত হলো জাতীয় সংগীত প্রতিযোগিতা। প্রাথমিক পর্যায় প্রথম স্থান অধিকার করেন ৮৫ নং বানী মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে সিস্টারস্ ডে প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় হয়েছে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, তৃতীয় হয়েছে বরিশাল জিলা স্কুল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন অমৃত লাল দে কলেজ বরিশাল, দ্বিতীয় হয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজ, তৃতীয় হয়েছে সরকারি বি এম কলেজ বরিশাল।সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মু. জিয়াউল হক, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, বিশেষ অতিথি মোঃ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল। উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার হাসানুর রশীদ মাকসুদসহ আরো অনেকেই পরে তারা বিজয়িদের হাতে প্ররস্কার তুলে দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com