গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে শুটার আব্দুল্লাহ হেল বাকির হাত ধরে প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলে এই শুটার দেশকে এনে দিয়েছেন রূপা।
বেলমন্ট শুটিং সেন্টারে রোববার ২৪৪.৭ স্কোর করে রূপা জেতেন ২৮ বছর বয়সী বাকি। এই ইভেন্টে কমনওয়েলথ গেমস রেকর্ড ২৪৫ স্কোর করে স্বর্ণ জেতেন স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন। এছাড়া ২২৪.১ স্কোর করে ব্রোঞ্জ জেতেন ভারতের রবি কুমার।
এ নিয়ে কমনওয়েলথ গেমসে দ্বিতীয়বারের মতো রৌপ্য পদক জিতলেন বাকি। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রূপা জিতেছিলেন দেশের কৃতি এই শুটার।
শুটার বাকির হাত ধরে একটি রৌপ্য পদক জয়ের মধ্য দিয়ে কমনওয়েলথ গেমসের এবারের আসরের পদক তালিকায়ও নাম লিখিয়েছে বাংলাদেশ। তালিকায় দেশটির অবস্থান ১৫তম।
২৩ স্বর্ণ, ১৯ রূপা ও ২১টি ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৫ স্বর্ণ, ১৪ রূপা ও ৬ ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। এছাড়া ৬ স্বর্ণ এবং দুটি করে রূপা ও ব্রোঞ্জ পদক নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভারত।