অমৃত রায়, জবি প্রতিনিধি::জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
আজ (৭ জানুয়ারি) বৃহস্পতিবার অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন বর্তমান করোনা মহামারীতে শীতের সাথে সাথে আরো অন্যান্য শীতজনিত রোগে মানুষ আক্রান্ত হতে পারে তাই সবাইকে সচেতন থাকতে হবে এবং বিত্তবানদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের জন্য এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
জবি রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান বলেন, এই শীতে অনেক অসহায় মানুষ রয়েছে যারা টাকার অভাবে কঠিন শীতেও শীতের পোশাক কিনতে সামর্থ্য হয় না তাই তাদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে জবি রোভারের এই সামান্য উদ্যোগ। তিনি আরো বলেন আমাদের এই মানব কল্যাণমূলক কাজ চলমান থাকবে।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস এর গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, কর্মকর্তা সমিতির সভাপতি, সাধারন সম্পাদক এবং রোভার স্কাউট লিডারবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।