গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে, তার মধ্যে ‘শীতবস্ত্র বিতরণ’উল্লেখযোগ্য। প্রতি বছরের মত এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। গতকাল রাত ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের নথুল্লাবাদ সংলগ্ন ক্যাম্পাসে ইইই ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয় । এ ছাড়াও বরিশাল স্টেডিয়াম কলোনী এবং লঞ্চঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইইই ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান মো: জিয়াউল আলম, প্রভাষক শহীদুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী এবং ইইই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীবৃন্দ। প্রায় ২ শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরন কার্যক্রমে বিশেষভাবে সহযোগিতা করেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর তপন কুমার বল ।