শিশু পুত্রকে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবার ঈদের আবেগঘন স্ট্যাটাস

লেখক:
প্রকাশ: ৫ years ago

মোঃ শাহাজাদা হিরা:: করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বরিশাল জেলায় যে কজন দিনভর ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করেন যে কয়জন করোনা যোদ্ধা মধ্যে অন্যতম একজন যোদ্ধা হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। বরিশালে ৮ মার্চ থেকে শুরু হওয়া করোনা যুদ্ধে নিজের এবং নিজের পরিবারের কথা চিন্তা না করে স্বীয় দায়িত্ব পালনে সর্বদা মাঠে থেকে মানুষের স্বাস্থ্যসুরক্ষা দিতে বদ্ধপরিকর ছিলেন তিনি।

এসময়ে তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বায়িত্ব পালন কালে বিদেশ ফেরত মানুষের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, গনজমায়েত বন্ধ করা ইত্যাদির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে অসামান্য ভূমিকা রেখেছেন। রমজানে বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণজমায়েত বন্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছেন গৌরনদী উপজেলায়। গতকাল ঈদ-উল ফিতর উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন তার এক মাত্র শিশু সন্তানকে ছেড়ে এবারি প্রথম ঈদ উদযাপন করায় সন্তানকে উদ্দেশ্য করে তার ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছে যা অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছে। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্য হুবহু তুলে ধরা হল-মি. প্রেসিডেন্ট কি জানে তার অনুপস্থিতিতে বাবার ঈদ কতটা রঙ হারিয়েছে!? অথবা বাবা বাসায় থাকলে তার ঈদ কতটা রঙ ছড়াতে পারতো!? কই, কিছু বললো নাতো!!

মি. রুশো, সবার আগামী ঈদগুলো রঙিন করার জন্য বাবা আজ কর্মস্থলে! নিশ্চয়ই সবার সাথে সাথে আমাদের আগামী ঈদও রঙিন হবে তবে শর্ত হলো যদি লোকেরা এসব সত্য ও সুন্দর কথাগুলো মেনে চলে আর সুন্দর আগামীর স্বপ্ন দেখে। আসছে ঈদে আমরা দ্বিগুণ ঈদ করবো ইনশাআল্লাহ!