শিশু তুম্পা অপহরণ ও হত্যা মামলায় চাচা আতিকুলের মৃত্যুদণ্ড

লেখক:
প্রকাশ: ৫ years ago

পটুয়াখালীর গলাচিপার আলোচিত শিশু তুম্পা অপহরন ও হত্যা মামলার একমাত্র আসামী চাচা আতিকুলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক একেএম এনামুল করিম আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে প্রকাশ, ২০১৩ সালের ২২জুন রাত ৯টার দিকে গলাচিপার গজারিয়া এলাকার নিজ বাসার বারান্দা ও চৌকির উপর থেকে তিন বছর বয়সের শিশু ভাতিজা তুম্পাকে অপহরণ করে চাচা আতিকুল। এরপর মোবাইল ফোনে তুম্পার বাবা হুমায়ুন কবিরের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবী করে এবং পরের দিন ওই টাকা আতিকুলের কাছে পাঠানোর জন্য ফোনে বলা হয়।

এ ঘটনার তিন দিন পর ২৫জুন সকালে আতিকুলের নীম-হাওলা এলাকার নিজ বাড়ীর পাশের কলাবাগানের মধ্য থেকে তুম্পার মৃতদেহ উদ্ধার করা হয়। এর দুই দিন পর ২৭জুন তুম্পার বাবা হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পাঁচ মাস পর দীর্ঘ তদন্ত শেষে ২৬ নভেম্বর চাচা আতিকুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত ১৩ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় প্রদান করেন।