বগুড়ার শিবগঞ্জ উপজেলার বোয়ালমারি গ্রামে শাকিবুল হাসান শাকিব নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রামবাসী শিশুটির চাচি শিউলি বেগমকে (৩৮) আটক করে পুলিশে সোর্পদ করেছে।
এসময় শিউলীর আত্মীয়-স্বজন পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান।
এদিকে শাকিবের ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল একরামুল হক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার দেউলী ইউনিয়নের বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিকুল হাসান ওই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে এবং গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মডেল কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। গ্রেফতারকৃত শিউলি বেগম একই গ্রামের বেলাল উদ্দিনের স্ত্রী।
শিবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেন জানান, দুপুর দেড়টার দিকে শাকিব বাড়ির পাশে নিজেদের বেগুন ক্ষেতে গরুর জন্য ঘাস তুলছিল। এসময় তার চাচি শিউলি বেগম সেখানে গিয়ে শাকিবের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। এর পর্যায়ে ঘাস কাটার হাসুয়া নিয়ে তাকে সারা শরীরে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই শাকিব মারা যায়। পরে বিষয়টি মাঠে কাজ করা অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে শিউলী বেগমকে আটক করে পুলিশে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের ওসি ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মিজানুর রহমান প্রয়োজনীয় সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিউলীকে গ্রেফতার করেন।
এসময় শাকিবের ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল একরামুল হক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পুলিশ ভ্যানে করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে তিনি মারা যান। তার কং নং ১১৪৯। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
শিবগঞ্জ থানা পুলিশের ওসি শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com