শিশুর কানে সংক্রমণ হলে যা করবেন

লেখক:
প্রকাশ: ৭ years ago

কানের সংক্রমণ শিশুদের একটি পরিচিত সমস্যা। বড়দের চেয়ে শিশুদের এই ধরনের সমস্যা বেশি হয়। কারণ তাদের কানের টিউব বড়দের তুলনায় অনেক ছোট থাকে। কানে কিছু ঢুকলে, আঘাত পেলে  কিংবা ঠান্ডা লাগলে তারা এ ধরনের সমস্যায় ভোগে। এমন হলে কানের টিউব আরো সংকুচিত হতে যায়। কানের ভিতরে অনেক সময় পুঁজও জমে। এর ফলে কানে চাপ লাগে, ব্যথাও হয়।

কিছু কিছু লক্ষণ যেমন- যদি শিশু অনবরত বিরক্ত করে, ঘুমাতে সমস্যা হয় . খাওয়ার রুচি কমে যায় , জ্বর হয় এবং কান থেকে তরল কিছু বের হয় তাহলে তার কানে কোনো ধরনের সংক্রমন হয়েছে বলে আশঙ্কা করা হয়।

কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের সংক্রমণ হলে বাড়িতেই এর চিকিৎসা করা যায়।

সাধারণ ব্যথানাশক ওষুধ খাওয়াতে পারেন। হালকা গরম সেক দিতে পারেন কানে। একটা কাপড় সামান্য গরম করে আক্রান্ত কানে আলতো করে চেপে ধরলে শিশুরা তাৎক্ষণিকভাবে আরাম বোধ করবে।

এসময় শিশুদের বেশি পরিমানে বিশ্রাম নিতে হবে। কানের ড্রপও ব্যবহার করা যায়। তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হতে হবে।

ব্যথা হলে কয়েক ফোটা অলিভ অয়েল দিয়ে আক্রান্ত কানে হালকা ম্যাসাজ করে দিতে পারেন। এতে শিশুরা আরাম বোধ করবে।

এছাড়া এ সময় শিশুদের বেশি পরিমান তরল খাবার খেতে দিতে হবে।

যদি কানে ব্যথার সঙ্গে শিশুর তীব্র জ্বর হয় এবং কান দিয়ে রক্ত পড়ে তাহলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে।

সূত্র : এডিটিভি