শিশুদের খেলা নিয়ে ঝগড়া, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা

লেখক:
প্রকাশ: ৩ years ago

রাজশাহীতে নিজ বাড়ির পাশেই তুচ্ছ বিষয়ে কথা-কাটাকাটির জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজামুল ইসলাম খান অথেলোকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিবেশীরা। নিহত নিজামুলের স্বজনদের অভিযোগ, বাড়ির পাশেই প্রতিবেশীরা তাকে হত্যা করেছেন।

রোববার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিজামুল ইসলাম খান রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিজামুল রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম খানের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত হ্যাপি নামের ওই প্রতিবেশী পলাতক রয়েছেন।

নিহত নিজামুলের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে নিজামুল ইসলামের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যান। এসময় অভিযুক্ত হ্যাপির ছেলেও সেখানে খেলাধুলা করছিল। ওই দুজনের মধ্যে মারামারি হয়। রোববার বিকেলে নিজামুল অভিযুক্ত হ্যাপির কাছে তার ছেলেকে মারধরের বিষয়ে অভিযোগ করেন। এতে উল্টো ক্ষিপ্ত হয়ে নিজামুলের বাড়ির সামনে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন হ্যাপি।

পরে গুরুতর আহত অবস্থায় নিজামুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলে, ছয়-সাত বছরের দুটি বাচ্চার খেলাধুলাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাদের অভিভাবকরাও। ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে হ্যাপি কোনো কিছু দিয়ে আঘাত করলে নিজামুলের আকস্মিক মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।