কাজী নেওয়াজঃ স্টার জলসা বা জিবাংলা টিভি চ্যানেলে ওরা নিজেদের শিল্প সংস্কৃতিকে কিভাবে টিকিয়ে রেখেছেন দেখুন।ওখানে যারা কাজ করে প্রত্যেকটি ক্যারেক্টার আর্টিস্টও কন্টিনিউ কাজ করে শিল্প কে বাঁচিয়ে রাখে নিজেরাও সম্মানের সাথে বেঁচে থাকে।অথচ আমাদের দেশে কতগুলো টিভি চ্যানেলে প্রতিদিন কত সিরিয়াল নাটক দেখি ঘুরে ফিরে মুস্টিমেয় কিছু শিল্পীর মুখ দেখা যায়। বাকি শিল্পীদের খোজ কেউ কি রাখে।তাদের জীবন কেমন কাটছে।আমরা কি করছি। ভারতের পাখি ড্রেসের মার্কেটিং করতে পারি কিন্তু পাখির মত আমাদের দেশের শিল্পীকে বাঁচিয়ে রেখে তার মার্কেটিং করিনা।
কারন ঐ একটা ব্যবসা।আমিই খাবো সব বাকিরা নিপাত যাক।যে তরুনতরুনী রা নিজের জীবন উৎসর্গ করে শিল্প কে বাচিঁয়ে রেখেছে অনেকে হয়তো শিল্পী হওয়ার জন্য অন্য কোন পেশায় যেতে পারছেননা।সেইসব শিল্পী বৃদ্ধ বয়সে বিনা চিকিৎসা বা সহযোগিতা ছাড়া চিকিৎসা হয়না অথচ এ দেশে একজন সরকারী পিয়নও পেনশন পাচ্ছে।অফফর্মে থাকা ক্রিকেটেরকে অনেক সুযোগ দেয়া হয় অথচ শিল্পীর ফর্ম না থাকলে সে হারিয়ে যায়।অন্যকাজ করতেও নানান সমস্যার সৃস্টি হয়।ইনসিকিউরটড লাইফে অনেকে পথভ্রস্ট হয়ে পড়ে।
পেশা হিসেবে প্রকৃত অর্থে সমাজে একজন শিল্পীর মূল্যায়ন কতটুকু বা সে অর্থনৈতিক ভাবে কতটুকু সাবলম্বী।এখুনি সময় এসবের বিবেচনা করুন। পরিচালক বা টিভি চ্যানেলগুলোর বোঝা উচিত যারা জীবনের ঝুকি নিয়ে (গায়ক নায়ক অভিনয় শিল্পী লেখক পরিচালক নৃত্য কলাকুশলী টেকনিশিয়ান সিনেমাটোগ্রাফার এডিটর কবি সাহিত্যিক আরো যারা আছে) সবার দিকে একটি সঠিক পরিকল্পনা করা উচিত এক্ষুনি পদক্ষেপ নেয়া উচিত।অজুহাত দেখিয়ে অমুক চরিত্রে সে যায়না পারবেনা।
টিভি চ্যানেল তমুক ছাড়া নাটক চালায়না। এখান থেকে বের হয়ে আসুন। জীবনের ঝুকি নিয়ে মহান শিল্প গড়ার কারিগর দের জীবনের বেহাল দশা থেকে ব্যক্তি জীবনকে সফলমন্ডিত করুন।দলবাজি রেসারেসির মাঝখানে পড়ে যে সকল শিল্পী বেঁচেও মরার মত আছে তাদের যত্ম করুন। প্লিজ আমার লেখাটি পড়ে কেউ অন্যভাবে নেবেন না। আমি দেশীয় শিল্পকে ভালবাসি বলেই নিজের মত প্রকাশ করলাম। শিল্পকে নেতিবাচক সমালোচনা বা ছোট করার জন্য বলছিনা কেউ একজন এগিয়ে আসুন।