মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীর নদী শাসন কাজে নিয়োজিত ড্রেজার ডুবে নিখোঁজ তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
শিবচর থানা পুলিশ জানায়, নদী শাসন কাজে নিয়োজিত একটি ড্রেজার সোমবার (১০ জুলাই) দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ডুবে যায়। তখন ড্রেজারটি নদীর তীরে বাঁধা ছিল। ডুবে যাওয়ার সময় তিন শ্রমিক ওই ড্রেজারের কেবিনে ঘুমানো ছিল। দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদীর শাসন কাজ করছিল পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে দেশীয় কোম্পানি।
ড্রেজার ডুবিতে নিহতরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার আহমাদপুর গ্রামের সিরাজুল ইসলাম মিনার ছেলে আলাউদ্দিন (৫০), রংপুরের কাউনিয়া উপজেলার শিবুদইতারি গ্রামের ফজলুল হক মিয়ার ছেলে একরামুল (২২) ও নড়াইলের লোহাগাড়াজেলার লাউনিয়া গ্রামের আফজাল মিয়ার ছেলে ইশা (২৮)।
ডুবন্ত ড্রেজারের মধ্য থেকে মরদেহ উদ্ধারকারী স্থানীয় ডুবুরি মো. জাহাঙ্গীর শিকদার জানান, বঙ্গ কোম্পানির ডুবে যাওয়া সিনথিয়া ড্রেজারের কেবিনের মধ্য থেকে এক ঘণ্টার মধ্যে তিনটি মরদেহ উদ্ধার করেছেন। মরদেহগুলো ড্রেজারের কেবিনের মধ্যে ছিল।
শিবচরের কলাতলা নৌ-ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ড্রেজারের ভিতরে অনেক পানি ছিল। ভারি বৃষ্টির কারণে ড্রেজারের পানি নিষ্কাশন করতে পারেনি। এ কারণে ড্রেজারটি ডুবে যায়।
পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com