শিক্ষা বহুমুখীকরণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

:
: ৪ years ago

শিক্ষা বহুমুখীকরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিভিন্ন জেলায় মেডিকেল, মেরিটাইম, সিভিল এভিয়েশন বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রত্যেক উপজেলায় কারিগরি ও ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করা হচ্ছে।

সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় সংযুক্ত হয়ে এ প্রধানমন্ত্রী কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে একসময় মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। আওয়ামী লীগের আমলেই প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়। শিক্ষানীতিমালা প্রণয়ন করা হয়েছে। প্রত্যেকটা জেলায় বিশ্ববিদ্যালয় করেছি৷ এখন পর্যন্ত নতুন ১৬ জেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে।

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা ছাড়া একটা জাতি এগোতে পারে না, এ কথাটা মাথায় নিয়ে চলতে হবে। ছাত্রলীগকে তার মূলমন্ত্র মেনে চলতে হবে।