শিক্ষা জাতীয়করন, বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি, পূর্নাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতাসহ ১১দফা দাবী আদায়ে আগামী ১৪ মার্চ ঢাকা চল কর্মসূচী সফল করতে শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বরিশাল সিটি কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সংগ্রাম কমিটির সমন্বয়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। বক্তৃতা করেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার, শিক্ষক নেতা মোজাম্মেল হক, গৌরাঙ্গ চন্দ্র কুন্ড। বক্তারা বলেন আগামী ১৩ মার্চ এখানকার সকল শিক্ষকরা ঐকবদ্ধ হয়ে ঢাকার উদ্দেশ্যে যেতে হবে এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বিভাগীয় সংগ্রাম কমিটির সমন্বয়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম জানান, ঢাকা চল কর্মসূচীতে সিদ্ধান্ত নেয়া হয়েছে দাবী আদায়ের লক্ষ্যে ১৪ মার্চ ঢাকায় কাফনের কাপড় এবং চিড়া-গুড় নিয়ে শিক্ষকরা উপস্থিত থাকবে। জাতীয়করন না হওয়া পর্যন্ত সকল শিক্ষকরা ঢাকায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com