শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যক্ষ আলেয়া পারভিনকে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি পদক-২০২০ প্রদান

লেখক:
প্রকাশ: ৫ years ago

শাওন অরন্য: বাংলা ভাষা ও বাঙ্গালি সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে বরিশালের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভিনকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি পদক-২০২০ প্রদান করা হয়েছে।

গতকাল ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিচারপতি সিকদার মকবুল হক উপদেষ্টা বাংলা ভাষা ও বাঙ্গালি সাংস্কৃতিক পরিষদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিচারপতি খাদেমূল ইসলাম চৌধুরী বাংলাদেশ সুপ্রীম কোর্ট। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এড্যভকেট শামসুল হক টুকু এম পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা,একুশে পদক প্রাপ্ত ড. মোহাম্মদ জাকারিয়া সাবেক ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন। বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা) সম্পাদক আজকের সূর্যদয়, পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয় , তপন কুমার নাথ যুগ্ন সচিব সংস্থাপন মন্ত্রণালয়, কবি নুরুল ইসলাম বিপিএম উপ-পুলিশ কমিশনার, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা।

উল্লেখ্য, আলেয়া পারভিন এর আগেও ২ বার বাংলাদেশ সরকারের কাছ থেকে স্বর্ণ পদক পেয়েছেন। তিনি বরিশাল নার্সিং কলেজের অধ্যক্ষ হিসেবে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহন করেন। বর্তমানে বরিশালে ডিডাব্লিউএফ নার্সিং কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।