জাকারিয়া আলম দিপুঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যোগাযোগের মাধ্যম ভার্চুয়াল থেকে বেরিয়ে বাস্তবে আসতে শুরু করছে। নানারকম সামাজিক কাজ করে যাচ্ছে ফেসবুকের গ্রুপগুলো। তেমনি একটি গ্রুপ "বরিশালের ভালো-মন্দ ফেসবুক গ্রুপ" ভার্চুয়াল নয় ফেসবুকের মাধ্যমে বাস্তবেও সমাজসেবামূলক কার্যক্রম করা সম্ভব তারই উদাহরন। এই ভাবনা থেকে "বরিশালের ভালো-মন্দ ফেসবুক গ্রুপ" বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম গ্রহন করে।
তারই ধারাবাহিকতায় প্রথম অনুষ্ঠানটি ৫ এপ্রিল বৃহস্পতিবার বরিশাল কলেজ রোডে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুনিবুর রহমান, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বরিশালের ভালো-মন্দ ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠাতা নওরোজ কবির, গ্রুপের এডমিন- মডারেটর ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফটোগ্যালারীঃ
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com