করোনা বিপর্যয়ে নিজ শিক্ষার্থীদের সহায়তায় নানা পদক্ষেপ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন৷ করোনায় কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে তাকে যথাযথ সহযোগিতার ঘোষণা এসেছে উপাচার্যের কাছ থেকে।
গত ৮ এপ্রিল জরুরী টেলি স্বাস্থ্য সেবা শুরু করার পর দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দেবার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালটির বিভিন্ন বিভাগ। করোনায় যেসব পরিবারের উপার্জন বন্ধ হয়ে গেছে সেসব পরিবারের সদস্য শিক্ষার্থীদের জরুরী সহায়তা দেওয়া হবে এই কার্যক্রমে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ। তিনি জানান, করোনা পরিস্থিতিতে যদি কোনো শিক্ষার্থী আর্থিক সমস্যায় পড়ে আপৎকালীন সহায়তা হিসেবে তার পাশে দাঁড়াবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজ নিজ বিভাগের শিক্ষকদের সাথে যোগাযোগ করলেই সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ যথাযথ পদক্ষেপ নেবেন।
তিনি আরো বলেন, “আমাদের উপাচার্য স্যার এই বিপর্যয়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানিয়েছিলেন প্রতিটি বিভাগীয় প্রধানের প্রতি। সেই আহবানে সাড়া দিয়েই বিভাগগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে”।
বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষার্থী। তারা জানান, আমাদের অনেকের কয়েকটি টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতে হয়।
করোনায় টিউশনি যেমন বন্ধ তেমনই বাসার অভিভাবকদের রোজগারও বন্ধ। এমন সংকটে পাশে এসে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷
এ ব্যাপারে উপাচার্য ড. ছাদেকুল আরেফিন বলেন, “করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যের ব্যাপারেই আমরা সজাগ আছি৷ ইতোমধ্যে টেলি স্বাস্থ্য সেবার মাধ্যমে সকলের চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান শুরু হয়েছে। শিক্ষার্থীদের অসুস্থতা জনিত সমস্যাতেও সহযোগিতা করা হবে”।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com