প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ণ
শিক্ষার্থীদের নিরাপত্তায় রাতভর পাহারা ববি উপাচার্যের, খেলেছেন ক্যারম…
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আবাসিক হলে রাতভর পাহারা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া। প্রতিটি হলে তিনি নিজে গিয়ে খোঁজখবর নিয়েছেন। এ সময় ববি উপাচার্য, প্রাধ্যক্ষ ও হাউস টিউটররা শিক্ষার্থীদের সঙ্গে ক্যারামবোর্ড খেলে সময় কাটান বলে জানা গেছে।
ঙ্গলবার (১৬ জুলাই) রাত থেকে বুধবার (১৭ জুলাই) ভোর পর্যন্ত শিক্ষার্থীদের হতে তাদের দেখা যায়।
এর আগে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নির্দেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আবাসিক হলে থাকতে প্রাধ্যক্ষ ও হাউস টিউটরদের এ নির্দেশনা দেয়া হয়। এমন নির্দেশনার ফলে বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ হাসিনা হলের প্রভোস্টরা শিক্ষার্থীদের সঙ্গে থাকছেন।
শিক্ষার্থীরা জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বন্ধ ঘোষণা করা হয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এমন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তিনি আমাদের সত্যিকারের অভিভাবক হিসেবে আজ পরিচয় দিয়েছেন। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন।
তারা আরও জানান, রাতভার শিক্ষার্থীদের পাহারায় বিশ্ববিদ্যালয় এলাকায় সজাগ দৃষ্টি ছিলো শিক্ষকদের। এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরসহ উপাচার্য নিজে ক্যাম্পাসে অবস্থান করেন। পাশাপাশি যারা মেসে থাকেন, তাদের বিষয়টি মাথায় রেখে শিক্ষকরা সবসময় তাদের খোঁজখবর নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া জানান, শিক্ষার্থীদের জন্যই আমরা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার। এ সময় শিক্ষার্থীদের ভীত-সন্ত্রস্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com