প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন ব্যান্ড শিল্পীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছিলেন দেশের ব্যান্ড সংগীতশিল্পী, গীতিকার ও সুরকাররা।
শনিবার (৩ আগস্ট) বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ ব্যানারে এ কর্মসূচিতে একত্রিত হয়েছিলেন শিল্পীরা। এ সময় তারা র্যাপার হান্নানের মুক্তিসহ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় ব্যান্ড তারকা মাকসুদ বলেন, ‘প্রথমেই আমরা র্যাপার হান্নানের মুক্তি চাইছি, ছাত্রদের এত রক্ত ঝরছে তার বিচার আশা করছি। এত রক্ত কেন ঝরবে? এই আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় অনেক মানুষ মারা গেছে। তাদের বিচার আশা করছি।’
গায়ক পার্থ বড়ুয়া বলেন, এভাবে বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে। এটা মেনে নেয়া যায় না। এসব বন্ধ হওয়া উচিত। আমরা শান্তি চাই।
গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ বলেন, ‘আমরা র্যাপার হান্নানের মুক্তি চাই। যত জলদি সম্ভব তাকে মুক্তি দেওয়া হোক। অনেকেই বলছেন এত পরে আমরা কেন এখানে এসেছি। প্রথম থেকে ছাত্রদের দাবির প্রতি আমাদের সমর্থন ছিল। আমরা রাতে ঘুমাতে পারি না। এইসব হত্যাকাণ্ডের বিচার আমরা চাইছি।’
তিনি ক্ষোভের সঙ্গে আরো বলেন, ‘যদি আন্দোলন মেনেই নেন এখন, গতকাল কেন গুলি চালালেন। আমার খুলনা শহর কেন রক্তে লাল হল। এমন দূর্বিষহ অবস্থা কেন সৃষ্টি করলেন। আপনারা কী মানুষ?’
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন বামবা সভাপতি হামিন আহমেদ, টিপু, আসিফ আকবর, হাসান, শিরোনামহীন, মাইলস, সোলস, আর্ক, ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, এশেজ, সুজিত মোস্তফা, শারমিন সুলতানা সুমি, এলিটা করিম, শওকত আলী ইমন, জয় শাহরিয়ার, সুজন আরিফ, মুহিন, আর্নিক, রাফাত, দোলা, জাহিদ নীরব, গীতিকার লতিফুল ইসলাম শিবলীসহ অনেকেই। এরপর সংগীতশিল্পীরা রবীন্দ্রসরোবরতে কর্মসূচি পালন করে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com