নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, শিক্ষার্থীদের আদর্শিক ভাবে গড়ে তুলতে হবে। নয়তো তারা চারিত্রিক ও মানসিক ও সামাজিক ভাবে বিপর্যস্থহবে।
আর আদর্শিক ভাবে গড়ে তোলার জন্য দরকার উতকৃষ্ট মানের কল্যানকর শিক্ষানীতি। আজকাল শিক্ষার নামে শিক্ষার্থীদের বিবাহ বহির্ভূত অবাদ যৌনাচারে উৎসাহিত করা হচ্ছে।
যা শিক্ষার্থীদের নৈতিক স্খলন ও সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। এমন শিক্ষাব্যবস্থার পরিবর্তন করে নৈতিকতাসম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
আজ (১৪) জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে টাউনহল চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
শায়েখে চরমোনাই আরো বলেন, এমন ঘুনে ধরা সমাজকে আলোর পথ দেখাতে কাজ করে যাচ্ছে ইশা ছাত্র আন্দোলন। এরা একজন ছাত্রকে স্বীয় আত্মপরিচয়ের ভিত্তিতে দেশপ্রেমিক ও আদর্শিক সুনাগরিক হিসেবে গড়ে তুলছে। সুতরাং দেশের সচেতন অভিভাবকদের উচিত তাদের সন্তানদের ইশা ছাত্র আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দেয়া।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ বলেন, এদেশে আদর্শ ছাত্র রাজনীতির অনন্য উদাহরণ ইশা ছাত্র আন্দোলন।
ব্যক্তিগঠন ও সমাজ শুদ্ধির পাশাপাশি সংগঠনটি দেশের সংকটতম মূহুর্তে সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
করোনা কালে যখন বস্তবাদী রাজনীতির ধারক বাহকেরা চৌর্যবৃত্তির মহরায় লিপ্ত ছিল তখনও মানবতার পাশে দাঁড়িয়ে ত্রান বিতরন, কৃষক এর ধান কাটা সহ দেশের কল্যানে সকল কর্মসূচিতে অসামান্য অবদান রেখেছে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সহ দেশের প্রতিটি অঞ্চলের নেতাকর্মীরা।
সুতরাং এমন আদর্শ সুনাগরিকদের হাতে আগামীর বাংলাদেশ অর্পণ করা হলে একটি সুখী সমৃদ্ধ দেশ উপহার দিতে পারবে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশ যখন করোনার প্রকোপে কবলিত,সামাজিক ও আত্বীয় সম্পর্ক যখন মূল্যহীন হয়ে পরেছিল তখন আমরা জনগনের পাশে থাকার চেস্টা করেছি। করোনায় মৃত ব্যক্তিদের দাফন কাফনে সহযোগিতা সহ বহু সমাজিক কার্যক্রমে জনতার সাথে ছিল ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রী দাওয়াহ বিষয়ক উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী অধ্যাপক মুহাম্মাদ জাকারিয়া হামীদি।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর সভাপতি ও ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সেক্রেটারী প্রিন্সিপাল ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য গাজী মুহাম্মাদ আলী হায়দার সহ নগরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার ২০২০ সেশনের কমিটি বিলুপ্ত করে,২০২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির সভাপতি-আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি- মুহাম্মাদ ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক- মুহাম্মাদ জাহিদুল ইসলাম।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com