শিক্ষক উৎপল হত্যায় স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল

লেখক:
প্রকাশ: ২ years ago

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের ঘটনায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্র স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপলকে হত্যা করে। অভিযুক্ত ছাত্র ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সুমনের ভাতিজা। তার প্রভাবেই ওই ছাত্র প্রভাব দেখিয়ে ইচ্ছামতো চলাফেরা করে।

আজ এক বৈঠকে ওই কমিটি স্থগিত করা হয়েছে জানিয়ে অধ্যাপক আবু তালেব আরও বলেন, ‘প্রতিষ্ঠানটিতে ম্যানেজিং কমিটির অনুমোদই দেওয়া হয়নি। প্রক্রিয়াধীন ছিল। আমরা প্রক্রিয়াধীন অবস্থাতেই এই কমিটি স্থগিত করেছি।’

শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্টাম্প দিয়ে আঘাত করে ওই ছাত্র। পরে ওই শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।

এ ঘটনায় রোববার (২৬ জুন) আশুলিয়া থানায় মামলা করেন নিহত শিক্ষকের ভাই অসীম কুমার সরকার। মঙ্গলবার (২৮ জুন) রাতে কুষ্টিয়া থেকে ওই ছাত্রের বাবা উজ্জ্বলকে এবং বুধবার (২৯ জুন) গাজীপুর থেকে ওই ছাত্রকে গ্রেফতার করা হয়।

নিহত উৎপল কুমার সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতিও ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি গ্রামে।