প্রতারণার অভিযোগে জরিমানা করা হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানকে। মধ্যপ্রদেশের জেলা ভোক্তা সুরক্ষা আদালত এ রায় দিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছেন।
আইএএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন মধ্যপ্রদেশের যুবতী প্রিয়াঙ্কা দীক্ষিত। ইন্দোরের বাসিন্দা প্রিয়াঙ্কা আদালতে অভিযোগ জানান, এডুটেক সংস্থাকে ১ লাখ ৮ হাজার রুপি কোচিংয়ের ফি বাবদ দিয়েছিলেন তিনি। এ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শাহরুখ খান। বাইজুর ‘মিথ্যা এবং বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন দেখে ২০২১ সালে আইএএস-এর প্রস্তুতি সংক্রান্ত ক্লাসে ভর্তি হলেও কোনোরকম সুবিধা পাননি তিনি। পরে বারবার তার অর্থ ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও একটা টাকাও ফেরত দেয়নি বাইজু। এই অভিযোগের ভিত্তিতেই আদালত এ রায় দিয়েছেন। প্রিয়াঙ্কা দীক্ষিতকে তার কোচিংয়ের ফি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন কনজিউমার কোর্ট।
প্রিয়াঙ্কাকে শুধু তার জমা দেওয়া ফি (১ লাখ ৮ হাজার রুপি) ফেরত দিলেই চলবে না, সঙ্গে দিতে হবে ১২ শতাংশ বার্ষিক সুদ। মামলার খরচ বাবদ প্রিয়াঙ্কাকে ৫ হাজার রুপি দিতে হবে, সঙ্গে আর্থিক ও মানসিক যন্ত্রণা ভোগের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে হবে। বাইজুর স্থানীয় ম্যানেজার এবং শাহরুখ খানকে যৌথভাবে অথবা পৃথকভাবে প্রিয়াঙ্কা দীক্ষিতকে এই অর্থ ফেরতে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ভোক্তা সুরক্ষা আদালতের রায়ের প্রতিলিপিতে বলা হয়েছে, অভিযুক্ত বাইজু এবং অভিনেতা শাহরুখ খানকে নোটিশ পাঠানোর পরও তারা আদালতকে কোনোরকম জবাব দেননি, তাই একতরফা রায় ঘোষণা করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com