শাহজালাল বিমানবন্দরে ১০টি সোনার বার উদ্ধার

লেখক:
প্রকাশ: ৭ years ago

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর মোবাইল ফোনের ভেতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। জানা যায়, ওই যাত্রী চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।

এ ব্যাপারে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, আজ ওই যাত্রীর দুটি মোবাইল ফোনের ভেতর থেকে ১১৬০ গ্রাম (১০টি বার) সোনা পাওয়া যায়। শুল্ক গোয়েন্দারা দুপুরে ওই যাত্রীর দুটি মোবাইল ফোনের ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় সোনার বারগুলো আটক করেছে। আটক সোনার মোট ওজন ১১৬০ গ্রাম।