ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল। আধুনিক যন্ত্রপাতির সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করেন তারা।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে বোমাটি পাওয়া যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পরে বোমাটি ধ্বংস করার জন্য সতর্কতার সাথে নিরাপদ স্থানে নিয়ে যায় ডিসপোজাল দল।
বোমা বিশেষজ্ঞদের ধারণা, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া আগের বোমাগুলোর মতো এই বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে গত ৯ ও ১৪ ডিসেম্বর শাহজালালে আরও দুটি ২৫০ কেজি ওজনের জিপি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com