শাবনূরের অতিথি কনকচাঁপা

লেখক:
প্রকাশ: ২ years ago

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার গাওয়া বেশ কিছু গানে ঠোঁট মিলিয়েছেন নন্দিত নায়িকা শাবনূর। কাজের সুবাদে একসময় নিয়মিত তাদের দেখা হতো। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের পর্দায় দেখা যাচ্ছে না শাবনূরকে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বাস করছেন। আর সেখানেই তার আতিথ্য নিয়েছেন কনকচাঁপা।
সম্প্রতি অস্ট্রেলিয়া গেছেন কনকচাঁপা। উঠেছেন শাবনূরের বাসায়। তাদের আনন্দঘন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন শাবনূর। গতকাল সকালে ফেসবুক পেজে লাইভ করে জানিয়েছেন অনুভূতি।

 

শাবনূর বলেন, ‘আমি এই খুশি ধরে রাখতে পারছি না। এত বছর পরে দেখা, আমি ভাবতেও পারিনি। বাংলাদেশে থাকতেও তার সঙ্গে দেখা হয়নি, সে অনেক ব্যস্ত। এখানে অস্ট্রেলিয়ায় এসে অবশেষে দেখা হয়ে গেল।’

কনকচাঁপা জানান, তিনি নিজেও আনন্দে আপ্লুত। তার ভাষ্য ‘আমি এবং শাবনূর আজ খুবই আনন্দিত।’

 

দুজনের ছবি ফেসবুকে পোস্ট করে কনকচাঁপা লিখেছেন: ‘দুই দেহে এক প্রাণ’।

এদিকে শোনা যাচ্ছে, চলতি বছর নতুন সিনেমার কাজ করবেন শাবনূর। বিষয়টি নিয়ে এখনো কিছু জানাননি এই নায়িকা।