শান্তি প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন-চরমোনাই পীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

স্বাধীনতার ৪৭ বছর পার হলেও বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। তাই ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী আন্দোলন-এর প্রার্থীকে বিজয়ী করুন। তাহলে দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে, দেশের মানুষ শান্তি পাবে। শনিবার বিকাল ৩ টায় বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এ কথা বলেন।

কর্মী সম্মেলনে ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শামসুল হক এবং জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম’র পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সেক্রেটারি ও বরিশাল-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোঃ জামিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কাওসারুল ইসলাম, সদস্য মাস্টার মুহাম্মদ মাহবুবুল হক মানিক , ইশা ছাত্র আন্দোলন’র সভাপতি মুহাম্মদ ইবরাহীম হোসাইন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান শিকদার, ইসলামী আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্জ মুহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার, সদস্য আলহাজ্জ মাওলানা নুরুদ্দীন খান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদের মাল, জাতীয় শিক্ষক ফোরাম বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাবুগঞ্জ উপজেলার শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আহসান হাবিব বিশ্বাস।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ও ইসলামী আইনজীবী পরিষদ ওলামায়ে কেরাম ও সকল সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।