চীনের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমির অষ্ঠম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৬ এপ্রিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশি শাওমি ফ্যানদের নিয়েঢাকায় প্রাণবন্ত এক অনুষ্ঠানের মাধ্যমে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মি ফ্যান ক্লাব বাংলাদেশ।
কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মি ফ্যান ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট এম এন নাহিদ।
এরপর ফ্যানদের অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি চলে ফটোসেশন। ফ্যানদের নানা আলোচনায় উঠে আসে বাংলাদেশে শাওমির তুমুল জনপ্রিয়তার নানা দিক।
২০১০ সালের ৬ এপ্রিল যাত্রা শুরু করা শাওমি মাত্র ৮ বছরের ব্যবধানে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে।
শিগগির বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হবে শাওমি- এমন আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত মি ফ্যানরা।
ফ্যান ক্লাবের সেক্রেটারি আহাদ হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাওমি গ্লোবাল ফোরামের মডারেটর ও স্পেশাল টিম মেম্বাররা।
উল্লেখ্য, ফ্যানদের জন্য ফ্যানদের দ্বারা গঠিত ফ্যানদের কমিউনিটি– এমন স্লোগান নিয়েই ২০১৬ সালের ৮ নভেম্বর যাত্রা শুরু করে মি ফ্যান ক্লাব বাংলাদেশ।
যাত্রা শুরুর পর থেকেই ফ্যানদের নিয়ে নানা আয়োজনের মাধ্যমে দেশজুড়ে বেশ সাড়া ফেলেছে এই ক্লাব।
ইতিমধ্যেই সারাদেশে ১৬টি মিট আপ আয়োজন করেছে এই ক্লাব, পাশাপাশি শাওমি গ্লোবাল ফোরামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার কাজটিও দারুণভাবে করে চলেছেন ক্লাব সংশ্লিষ্টরা।
আগামীতে ফ্যানদের জন্য দারুণ কিছু চমক থাকছে বলে ক্লাব সূত্র জানিয়েছে।