‘শহর ছেড়ে’ ফাহমিদা নবী

লেখক:
প্রকাশ: ২ years ago

নতুন গান নিয়ে এলেন শ্রোতাপ্রিয় গায়িকা ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘শহর ছেড়ে’। গানটি লিখেছেন সুলতানা নূরজাহান রোজী। সুর ও সঙ্গীত করেছেন সজীব দাস। সম্প্রতি গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ভিডিও নির্দেশনায় ছিলেন ইয়ামিন ইলান।

গানটি প্রসঙ্গে গুণী এই শিল্পীর ভাষ্য, এই গানটির মধ্যে নস্টালজিক ব্যাপার আছে। শহর ছেড়ে পুরনো দিনে ফিরে যেতে চাওয়ার গল্পটা কেমন- জানতে হলে গানটা শুনতে হবে।

 

ফাহমিদা নবীর সর্বশেষ ভাষার মাসের জন্য একটি গান গেয়েছেন। ‘একুশ আমার’ শিরোনামের গানটি লিখেছেন গোলাম মোরশেদ। সুর ও সঙ্গীত করেছেন সজীব দাস।