বাগেরহাটের শরণখোলায় বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা এলাকা মাতিয়ে তুলেছেন। পতাকা, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখনের একপ্রকার প্রতিযোগিতা চলছে এখানে। ব্রাজিল সমর্থকরা প্রায় ৫০০ ফুট লম্বা একটি পতাকা টানিয়েছেন। উপজেলা সদর রায়েন্দা বাজারের শেরেবাংলা সড়কের পুরোটাই ঢেকে দিয়েছেন পতাকা দিয়ে।
ব্রাজিল সমর্থকগোষ্ঠীর আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলেজ শিক্ষক গোলাম মোস্তফা মধু জানান, পতাকা তৈরিতে তাদের প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। নিজস্ব প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, যেখানে একসঙ্গে ৪০০ লোক বসতে পারবেন। ব্রাজিলের প্রতিটি খেলায় লটারির মাধ্যমে ১০ জনকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া, ঈদের পরের দিন বিশাল র্যালির আয়োজন রয়েছে।
ব্রাজিল সমর্থকগোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জীবন জানান, কোনো উচ্ছৃঙ্খলা নয়, সবাই মিলে শান্তিপূর্ণভাবে খেলার আনন্দ উপভোগ করতে চান তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com