দেশের অন্য জেলার মতো সিলেটেও ইবাদত বন্দেগির মাধ্যমে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের ফজিলতপূর্ণ পবিত্র শবে বরাত। প্রতি বছরের মতো এবারও ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি খ্যাত সিলেটের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এর দরগাহে মুসল্লিদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি।
মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে ইবাদতে ব্যস্ত ছিলেন সিলেট নগরের প্রতিটি পাড়া-মহল্লার প্রায় সকল বয়সী মুসলীম লোকজন। ফরজ নামাজের পর নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে রাতটি উদযাপন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ইসলামি বিধান মতে বছরের যে কয়েকটি রাত ফজিলতপূর্ণ এর মধ্যে শবে বরাত একটি। এই রাতকে কেন্দ্র করে ধর্মীয় আবেগ ও ভাবগাম্ভীর্য বিরাজ করে। অনেকে ইবাদত-বন্দেগিতে সারা রাত কাটিয়ে থাকেন এবং পরদিন অনেকেই রোজাও রাখেন।
মঙ্গলবার রাত ১২টায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে দেখা গেছে, সেখানে মুসল্লিদের ঢল। পুরুষের সংখ্যা বেশি হলেও নারীদের উপিস্থতি ছিলো লক্ষণীয়। নারীদের জন্য সংরক্ষিত ইবাদত খানায় নামাজ, কোরাআন শরীফ তেলাওয়াত, অজিফার খতম আদায় করেন অনেকেই।
আর পুরুষেরা দরগাহ মসজিদে ফরজ নামাজ আদায় শেষে নফল নামাজ আদায় করছেন। আবার কেউ কোরআন তেলাওয়াত ও জিকির আজগার করে রাত অতিবাহিত করেন। শাহজালাল রহ. দরগাহ প্রাঙ্গণে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কাজ করতে দেখা গেছে।
শাহজালাল দরগাহে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা মো. বাবুল মিয়া বলেন, পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দা বিভাগের সদস্যরা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও একটি ইবাদত। মুসল্লিদের সর্বাত্মক নিরাপত্তা দিতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com