শপথ নিলেন পিএসসির দুই নতুন সদস্য

লেখক:
প্রকাশ: ৪ years ago

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন সদ্য অবসরে যাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ ও পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক বিনয় কৃষ্ণ বালা।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথ পড়ান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ অনুষ্ঠানে পিএসসি’র চেয়ারম্যান মোহাম্মদ সাদিকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সরকার সম্প্রতি  ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ বালাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেয়। শপথের মধ্য দিয়ে এই নিয়োগ কার্যকর হলো।