তাসকিন আহমেদের দ্রুতগতির বল গতকাল অনুশীলনের সময়ে আঘাত করে তামিম ইকবালের বাঁহাতের তর্জনীতে। চোট পাওয়ার পর দ্রুত মাঠ ছেড়ে উঠে যান তামিম। এরপর আর মাঠে ফেরেননি।
রাতেই জানা যায়, তার চোট গুরুতর নয়। আজ বুধবার (১০ জানুয়ারি) মাঠেও সেই চিত্র দেখা গেল। বিপিএলের ফরচুর বরিশালের খেলোয়াড় তামিম আজ পুরোদমে ব্যাটিং করেছেন মিরপুরে। সকালে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের পাশের নেটে আসেন তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এই তিন অভিজ্ঞ ব্যাটসম্যানই এবার বিপিএল খেলবেন বরিশালের হয়ে।
বরিশালের এখন চলছে অনানুষ্ঠানিক অনুশীলন। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার অপেক্ষায় থাকা বিপিএলকে সামনে রেখে ১৪ জানুয়ারি থেকে পুরোদমে তাদের অনুশীলন শুরু হবে। দলের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল তামিমের চোটের আপডেট জানিয়ে বলেছেন, ‘কাল তাসকিনের একটা বল লাফ দিয়েছিল। সেটা প্রভাব ফেলেনি। আঙুল ঠিকাছে। অতিরিক্ত কোন কিছু যাতে না হয় সেজন্য কাল অনুশীলন বন্ধ করে দিয়েছিল। আজ পুরোপুরি ব্যাট করেছে।’
স্থানীয় ক্রিকেটারদের নিয়ে দলের সমন্বয় করতে অনুশীলনের আয়োজন করেছে বরিশাল। মিজানুর রহমান যোগ করেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করব ১৪ তারিখ থেকে। দেশি যারা আছে আমাদের খেলোয়াড়। আর একটা বন্ডিংয়েরও ব্যাপার আছে। এজন্য একসঙ্গে আসছি, গল্প করছি। টুকটাক স্কিল নিয়ে কাজ করছি।’
বরিশাল দল তারকায় ঠাঁসা। তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক তিনজনই বিপিএলে অধিনায়কত্ব করেছেন। এবার দলের দায়িত্বে কে থাকবেন? ড্রাফটের টেবিলের উপস্থিত ছিলেন তামিম ইকবাল। দল সাজানো এবং বিদেশি খেলোয়াড় ভেড়াতে বড় ভূমিকা রেখেছেন তিনি। ধারণা করা হচ্ছিল, তামিমই হবেন অধিনায়ক। তবে মিজানুর রহমান বাবুলও রেখে দিলেন রহস্য, ‘কে হবে বলতে পারব না (অধিনায়ক)। ম্যানেজমেন্টের বিষয়। এটা সময় হলে জানতে পারবেন। ম্যানেজমেন্ট জানাবে যে কে অধিনায়কত্ব করবেন। প্রত্যেক দলেরই নিজস্বতা আছে। এটা তো পুরোপুরি দলের মালিক আছেন, ম্যানেজমেন্ট আছেন তারা অফিসিয়ালি ঘোষণার জন্য বসে আছেন। বেসিক্যালি সবাই জানি অধিনায়ক কে থাকবেন।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com