লোকসভা নির্বাচনঃ পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল কংগ্রেস

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে

ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন যেসব রাজ্যে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। দেশটিতে ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভার সবচেয়ে বেশি আসন উত্তর প্রদেশে, যে রাজ্যে রয়েছে ৮০টি আসন। তারপরই আছে ৪৮টি আসনের মহারাষ্ট্র। তিন নম্বরেই পশ্চিমবঙ্গ, সেখানে লোকসভা আসন ৪২টি।

 

 

এত বেশি সংখ্যক আসন থাকার কারণেই রাজনৈতিক দলগুলো সবসময়েই পশ্চিমবঙ্গের দিকে বরাবরই বিশেষ নজর দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এবারের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ থেকে অন্তত ৩৫টি আসনে জেতার লক্ষ্য কথা বলেছিল বিজেপি। ভোটগ্রহণের পর বিভিন্ন সংস্থার বুথফেরত ভোটের আভাস ছিল, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ২৭টি পেতে পারে বিজেপি। আজ মঙ্গলবার সকালে ভোট গণনার শুরুর দিকে প্রবণতাও এমনটা ছিল। কিন্তু পরে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।

 

ভোট গণনা শুরু হয় বাংলাদেশের সময় সকাল সাড়ে আটটায়। বেলা ১১টায় দেখা যায়, ২৮টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি এগিয়ে ১২ আসনে। দুটি আসন নিয়ে এগিয়ে কংগ্রেস।