লোকসভার ভোট সামনে রেখে উন্নয়নে জোর দিলেন মমতা

:
: ৬ years ago

ভারতের পার্লামেন্ট বা সংসদের নিম্নকক্ষ লোকসভার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বছরের এপ্রিল বা মে মাসে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ৯ দফায় ২০১৪ সালের ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি।

২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেছিলেন নরেন্দ্র মোদি। সে অনুযায়ী আগামী বছরের এপ্রিল বা মে মাসে পরবর্তী নির্বাচন হওয়ার কথা। বিজেপিও তাই চেয়েছিল। কিন্তু ইদানীং বিজেপির জনপ্রিয়তায় ভাটা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, আগাম নির্বাচন দিয়ে বসতে পারে বিজেপি। জনপ্রিয়তা থাকা অবস্থায় লোকসভার নির্বাচন এগিয়ে আনতে পারে বিজেপি।

গতকাল বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে এক প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা, কর্মী, বিধায়ক ও সাংসদদের জানিয়ে দেন ভোট এবার এগিয়ে আসবে।

মমতা বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ভোট হয়ে যেতে পারে। তাই রাজ্যের সর্বত্র সাংসদ তহবিলসহ অন্যান্য সব উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করে ফেলতে হবে। এ জন্য সেপ্টেম্বর-অক্টোবর মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। প্রশাসনকেও একই নির্দেশ দিয়েছেন মমতা। বলেছেন, ভোট যেকোনো সময়ে ওকে হতে পারে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ইদানীং বিভিন্ন রাজ্যের বিধানসভা, লোকসভা এবং বিধানসভার শূন্য আসনের উপনির্বাচনে বিজেপির পরাজয়ে শাসকদল চিন্তিত হয়ে পড়েছে। এ ছাড়াও বিভিন্ন জনমত সমীক্ষায় ফুটে উঠেছে বিজেপির পায়ের তলার মাটি আলগা হওয়ার কথা। তাই বিজেপির আগাম নির্বাচনের তোড়জোড় দেখা যাচ্ছে। মমতাও তাই শুরু করেছেন তোড়জোড়।