লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে গোলা নিক্ষেপ করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার বিকেলে দুটি মর্টার শেল ইসরায়েলে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা।
এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সেনারা সোমবার বিকেলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশকারী বেশ কয়েকজন বন্দুকধারীকে হত্যা করেছে।
উত্তরাঞ্চলীয় বেদুইন ইসরায়েলি শহর আরব আল-আরামশে এবং লেবাননের ধইরা গ্রামের কাছে বন্দুকধারী ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে ছয়জন ইসরায়েলি আহত হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। গাজাভিত্তিক ইসলামিক জিহাদ গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। তাদের ভাষ্য, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের অংশ এটি।
সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড লেবানন সীমান্তের কাছাকাছি উত্তর ইসরায়েলের ২৮টি শহরের বাসিন্দাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোমা আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com