LEGO Idea Conference 2018
Day 1
Copyright Niels Åge Skovbo/Fokus Foto
2018,04,10

প্রাক-শৈশব উন্নয়নে (আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট) অসামান্য অবদান রাখায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এ বছর মর্যাদাপূর্ণ ‘লেগো’ পুরস্কার পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ডেনমার্কে এই পুরস্কার তার হাতে তুলে দেন লেগো ফাউন্ডেশন বোর্ডের ডেপুটি চেয়ারম্যন থমাস কির্ক ক্রিশ্চিয়ানসেন।
ডেনমার্কভিত্তিক করপোরেট প্রতিষ্ঠান লেগো ফাউন্ডেশন ১৯৮৫ সাল থেকে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়ে আসছে। এই পুরস্কার হিসেবে ১ লাখ মার্কিন ডলার দেওয়া হয়, যা দিয়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রাক-শৈশব উন্নয়নের পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে পারেন।
প্রতিষ্ঠার প্রথম থেকেই ব্র্যাক শিশুশিক্ষার উপর গুরুত্ব দিয়ে আসছে। সময়ের আবর্তে ব্র্যাকের এই উদ্যোগ অনানুষ্ঠানিক (নন ফর্মাল) প্রাথমিক শিক্ষা থেকে আনুষ্ঠানিক প্রাথমিক, মাধ্যমিক এবং তারও পরবর্তী ধাপে উন্নীত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও এশিয়া ও আফ্রিকার ১০টি দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা এবং প্রাক-শৈশব উন্নয়নে কাজ করছে ব্র্যাক। বর্তমানে বাংলাদেশ, তানজানিয়া ও উগান্ডায় ১৪ শ’-রও বেশি প্রাক-শৈশব উন্নয়ন কেন্দ্র পরিচালনা করছে ব্র্যাক। এর মধ্যে প্রায় ১২ শ’ কেন্দ্র বাংলাদেশে ‘খেলার জগত’ নামে পরিচালিত হচ্ছে। তিনটি দেশের এই কেন্দ্রগুলোতে ১ থেকে ৫ বছর বয়সী প্রায় ৪০ হাজার শিশু খেলাধুলার মাধ্যমে শিক্ষালাভ করছে।
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদ বলেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়া অবশ্যই সম্মানের। প্রতিটি শিশুরই বিকশিত হওয়ার অধিকার আছে। এই উদ্যোগটি বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে।