প্রিতমের ইচ্ছা সে ভবঘুরে হয়ে পৃথিবী দেখবে আর লিখবে বিস্ময়কর সব লেখা। কিন্তু মায়ের জন্য সেটা আর তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। গ্রাম ছেড়ে সে এখন নীলক্ষেতের বইয়ের দোকানের বিক্রয় কর্মী। বৃদ্ধ মায়ের মুখে দুই বেলা দু’মুঠো ভাত আর যৎ সামান্য ওষুধ কেনার অর্থের জন্য তার এই চাকরিতে যোগদান করা।
ভবঘুরে না হতে পারলেও সে এই ভেবে তৃপ্ত যে- বিনা খরচায় প্রতিদিন নতুন নতুন বই পড়তে পারছে সে। প্রিতমের দোকানের নিয়মিত বই ক্রেতা মহুয়া নামের একটি সুন্দরী মেয়ে। প্রিতমের লেখা লেখি থেমে নেই। বেশ কিছু গল্প লেখা হয়েছে তার।
সে কয়েকজন প্রকাশকের কাছে তার গল্প নিয়ে যায়। কেউ তার লেখা বাণিজ্যিক ভাবে প্রকাশ করতে সাহস করে না। এদিকে বইক্রেতা মহুয়ার সাথে প্রিতমের ভালো সর্ম্পক গড়ে উঠছে। মহুয়া একদিন প্রিতমের কাছে নতুন লেখকের বই চায়। প্রিতম দুদিন পরে ছদ্মনামে লেখা নিজের বই দেয় তাকে। এই বই পড়ে লেখকের প্রেমে পড়ে যায় মহুয়া।
এভাবেই এগিয়েছে নাটকের গল্প। ‘প্রযত্ন পাণ্ডুলিপি’ শিরোনামে নাটকটি রচনা করেছেন সেজান নূর আর পরিচালনা করেছেন এল আর সোহেল।
নাটকটির প্রিতম চরিত্রে অভিনয় করেছেন জোভান ও মহুয়া চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। নির্মাতা সূত্রে জানা গেছে, আজ শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com