মিসরের রাজা হয়ে উঠা মোহাম্মদ সালাহ লিভারপুলের হয়ে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। হয়েছেন ক্লাবে অভিষেক হওয়া সেরা খেলোয়াড়। লিভারপুলের হয়ে আরো অনেক কিছু করে দেখানোর আছে এই মিসরীয় তারকার। সালাহও লিভারপুলে থেকে সেই চ্যালেঞ্জ নিতে চান। উড়িয়ে দিয়েছেন ক্লাব ছাড়ার গুঞ্জনও।
লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা সালাহ বলেন, ‘আমি অ্যানফিল্ডে সুখে আছি। এখানে সবকিছুই ঠিকঠাক আছে। আমাদের চলতি মৌসুমে এখনো দুটি ম্যাচ বাকি আছে। এরমধ্যে আগামী রোববার একটি ম্যাচ খেলবো আমরা। এরপর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আমি লিভারপুলের হয়ে দারুণ ভবিষ্যতের স্বপ্ন দেখি।’
সালাহ লিভারপুলের হয়ে এই এক মৌসুম কাটাচ্ছেন। প্রথমে ব্রাজিল মিডফিল্ডার কৌটিনহোর সঙ্গে দারুণ জুঁটি গড়েছেন। লিভারপুল ছেড়ে কৌটিনহো বার্সার পাড়ি জমালে অ্যানফিল্ডের আক্রমণের নেতা হয়েছেন। লিভারপুলে খেলা নিয়ে তিনি বলেন, ‘এখানে আমার কেবল শুরু হলো। দারুণ একটি মৌসুম গেলো আমাদের। চ্যাম্পিয়নস লিগে আমরা ম্যান সিটি এবং রোমার মতো দলকে হারিয়েছে। ফাইনাল নিয়ে আমরা খুব উত্তেজিত।’
সালাহ লিগের শেষ দুই ম্যাচে গোল পাননি। এ নিয়ে ভক্তদের মধ্যে হা-হুতাশ। তবে সালাহ মনে করেন দুই ম্যাচে গোল না পেলেই সবকিছু শেষ হয়ে যায় না। গোল না করলেও ভালো আছেন সালাহ, ‘শেষ দুই ম্যাচে আমি গোল পায়নি তবে আমি ভালো আছি। দুই ম্যাচে গোল না পেলেই পৃথিবী থেমে যাবে না।’ এসময় সালাহ লিভারপুলের মৌসুম সেরার পুরস্কার জিতে খুশি হয়েছেন বলে জানান।