সাংবাদিক লিটন বাশারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রূহের মাগফিরাত কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বরিশালের হিজলা উপজেলার কাসেমুল উলুম ইসলামীয়া মাদ্রাসায় দোয়া মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দখিনের মুখ’র সম্পাদক এসএম জাকির হোসেন ও দখিনের মুখ’র নির্বাহী সম্পাদক ডা. আল-আমিনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক দখিনের মুখ’র বার্তা সম্পাদক আরিফিন তুষারের সার্বিক তত্ত্বাবধানে ১২৫ জন এতিমশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান জনি, মৌলভী বাজারের বিশিষ্ট শিল্পপতি মো. সানোয়ার ও শিল্পপতি আজিজুর রহমান রাহিম প্রমুখ।
লিটন বাশার ২০১৭ সালের ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান।
লিটন বাশার দেশের অন্যতম দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল সংবাদকর্মী বান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়াও তিনি বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক দখিনের মুখ’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। পাশপাশি দৈনিক বরিশালের ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সম্পাদনা করতেন।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।