আর্শদীপ সিংকে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে হাওয়ায় ভাসিয়ে দারুণ চারে লিটন দাসের ঝড়ের শুরু। হাঁকালেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম ফিফটি। আর্শদীপ, ভুবেনশ্বর কুমার কিংবা মোহাম্মদ শামি, ভারতের তিন পেসারকে বিপর্যস্ত করে ভয় ধরিয়ে দিয়েছিলেন।
অ্যাডিলেডে লিটনের ব্যাটিং শৈলীতে মন্ত্রমুগ্ধ ছিলেন ক্রিকেট বিশ্ব। ফিল্ডিংয়ে ছিলেন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। বৃষ্টির বাধায় থেমে যায় লিটনের ব্যাটের তুলির আঁচড়। হেরে যায় বাংলাদেশ। ম্যাচের পর হাত মেলানোর সময় লিটনের পিঠ চাপড়ে দিয়েছিলেন কোহলি।
সেই কোহলির কাছে ব্যাট চেয়েছিলেন লিটন। কোহলির ব্যাটের লোভ সামলাতে পারেন না বড় ক্রিকেটাররা। নানা সময়ে কোহলির ব্যাট চেয়ে উপহার পেয়ে থাকেন। এবার সেই তালিকায় যোগ দিলেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন । ভারতের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানের থেকে ব্যাট চেয়ে পেয়েছেন লিটন।
বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দল যখন ডাইনিংয়ে ছিল তখন বিরাট লিটনকে এসে ব্যাট দিয়ে যান। তবে দলীয় সূত্রে জানা গেছে, বিরাট কোহলির থেকে ব্যাট ম্যাচের পরপরই চেয়েছিলেন লিটন। এরপর বিরাট ব্যাট নিয়ে ডাইনিংয়ে হাজির হন৷
লিটন এই ম্যাচে খেলেন ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। বিশ্বকাপে নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। প্রিয় জায়গা ওপেনিংয়ে আসতেই জ্বলে ওঠেন এই ডানহাতি ব্যাটসম্যান। বৃষ্টির পর দ্বিতীয় বলেই ভেজা ঘাসে পা পিছলে রান আউট হন। ইতি ঘটে ৭ চার ৩ ছয়ের এক ধ্রুপদী ইনিংসের।
বাংলাদেশ জিততে পারলে ম্যাচসেরা সন্দেহাতীতভাবে হতেন লিটন। পরাজয়ে বদলে যায় মুদ্রার পিঠ। ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে লিটনকে ব্যাট দেওয়া কোহলিই হন ম্যাচসেরা। বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন ভারতের সাবেক অধিনায়ক। চার ম্যাচের তিনটিতেই ফিফটি। খাদের কিনারা থেকে দুর্দান্ত ফিফটি করে জিতিয়েছিলেন প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষেও। সেই কোহলির ব্যাট লিটন কি আরও ক্ষুরধার হবেন?
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com