দক্ষিণ আফ্রিকার ৫৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। সৌম্য (৯), মুমিনুল (৪) ও টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ফেরেন ৭ রান করেই।
এরপর ওপেনিংয়ে নামা ইমরুল ব্যক্তিগত ২৬ রানেই প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে সাব্বির রানের খাতা না খুলেই ফেরেন সাজঘরে। তবে লিটনের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলদেশ। এরই মধ্যে অর্ধশতক তুলে নেন তিনি। কিন্তু অন্যদিকে ১২ রানে ফেরেন তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১১৫ রান।
আগের দিনের ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শুরু করেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস। এক পর্যায়ে ৪ উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।
উল্লেখ্য, শনিবার ভোরে ব্লুমফন্টেইনে হয় তুমুল বৃষ্টি। সেই বৃষ্টি থামার কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টায়। তবে তা থামে তারও অনেক পরে। মানগাউং ওভালের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো ছিল। তাই বৃষ্টি থামা মাত্রই জমে থাকা পানি নেমে যায়। এতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com