 
                                            
                                                                                            
                                        
লালমোহন পৌর সভার নাগরিকবৃন্দকে করোনা মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রদত্ত ভ্যাকসিন প্রদানের পূর্বে বক্তব্য রাখছেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর,পৌর যুবলীগ সফল সভাপতি মোঃ ফরহাদ হোসেন মেহের। মঙ্গলবার সকালে পৌর সভার সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শুভেচ্ছা বক্তব্য কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের বলেন, আমাদের নেতা আমাদের অভিভাবক মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের দিক নির্দেশনায় জনগনের প্রাপ্য সেবা নিশ্চিত করা হবে।