লালমোহনে নিজের বাল্যবিয়ে ঠেকাতে বুধবার সকালে লালমোহন থানায় এসে বাবা মার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে হাফসা আক্তার (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী।
থানায় এসে হাফসা অভিযোগ করেন তাকে না জানিয়েই বাবা মা তার বিয়ের আয়োজন করেন। বিয়েতে রাজি না থাকায় তাকে নানানভাবে চাপ প্রয়োগ করারও অভিযোগ করে ওই ছাত্রী।
ভুক্তভোগী হাফসা পৌর সভার নয়ানীগ্রাম এলাকার আজাদের মেয়ে। সে স্থানীয় সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘অভিযোগ পেয়ে হাফসার বাবা মাকে থানায় এনে সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে পরিবারের লোকদের মুচলেকা নিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও তাঁর পড়াশোনার ক্ষেত্রে কোনো সাহায্য প্রয়োজন হলে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com