লালমনিরহাটের হাতীবান্ধা টিটিসি অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবী-শিক্ষার্থীদের বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আখতারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা।

রবিবার (৩ আগস্ট) সকালে প্রতিষ্ঠান চত্বরে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে তিনি পদত্যাগে বাধ্য হন।

শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সনদ প্রদান, ট্রেনিং উপকরণ বিতরণ এবং কাঁচামাল কেনাকাটায় রয়েছে ব্যাপক অনিয়ম। সিবিএলএম ট্রেইনি বাবদ প্রতিজনের জন্য ১৮০০ টাকা বরাদ্দ থাকলেও তার বিনিময়ে নিম্নমানের খাতা, কলম, ব্যাগ ও টি-শার্ট সরবরাহ করা হয়েছে।

প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থী রিনা বলেন, আমরা এখানে পাঁচটা ট্রেডে ট্রেনিং করছি সেখানে কোন কাঁচামাল ব্যবহার করা হয়নি। তিন মাসের কোর্স শেষ হয়ে যাচ্ছে তারপরেও কোন কাঁচামাল দেয়া হয়নি। কাঁচামালের অভাবে এখনো আমরা প্রাকটিকাল করতে পারিনি। আমাদের যে দুই একটা পুরান কাঁচামাল দিয়ে প্রাকটিস করায় তাতে কারো হাত পুরে যায় , হাত কেটে যায়। এ বিষয়ে বার বার প্রিন্সিপালকে বলার পরেও তিনি কোন কথা শুনেননি।

প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থী সানজিদা সাথী বলেন, আজ আমরা সড়ক অবরোধ করেছি প্রিন্সিপালের নানা অনিয়মের কারণে। ট্রেনিং উপকরণগুলো যথা সময় দেয়া হয় না। দুই মাস দিয়েছে উপকরণ গুলো যা নিম্নমানের।

প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থী আসাদ বলেন, দাবি মোদের একটাই প্রিন্সিপালের পদত্যাগ চাই।

এ বিষয়ে অধ্যক্ষ শাহীন আখতার বলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি তাদের সাথে বসতে চেয়েছি কারণ বিষয় গুলো নিয়ে ভুল বুঝাবুঝি হতে পারে কিন্তু তারা আমার সাথে বসবে না। তাই তাদের দাবির প্রেক্ষিতে আমি পদত্যাগ করলাম।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, একজন অধ্যক্ষের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে পারি না। যদি কোন অনিয়ম থেকে থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করতে পারি। হাতেনাতে যদি কোন অনিয়ম ধরা পরে তাহলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হলে এটি অফিসিয়ালি পতত্যাগ হয়না।