লাইভে জামা-কাপড় বিক্রি করছেন মম

লেখক:
প্রকাশ: ৫ years ago

অলাইন কেন্দ্রিক নতুন প্রতিষ্ঠান খুলেছেন অভিনেত্রী মম। নাম ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’। এক্সক্লুসিভ ব্লক ও প্রিন্টের থ্রি-পিস, গ্রোসারিসহ সব ধরনের জামা-কাপড় পাওয়া যায় তার প্রতিষ্ঠানে। মম ফেসবুক লাইভে এসে বাহারি পণ্য বিক্রি করেন।

এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’। নির্মাণ করেছেন সাগার জাহান। সমসাময়িক গল্পের এই নাটকে অভিনয় করে খুশি মম।

মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাটকটির একটি ছবি পোস্ট করেন এ অভিনেত্রী।

নাটকে অভিনয় প্রসঙ্গে মম বলেন, গল্পটি আমাদের খুব পরিচিত। ফেসবুকে যারা আছেন তারা এমন গল্পের সঙ্গে কম বেশি পরিচিত। এমন গল্পে একটি অনলাইন শপের মালিকের চরিত্রে অভিনয় করি। লাইভে এসে কাপড়ও বিক্রি করি। সুন্দর একটি চরিত্র। অভিনয় করার সময় খুব উপভোগ করেছি।

শিগগিরই নাটকটি কোন একটি টিভি চ্যানেলে সম্প্রচার হবে বলে জানান নির্মাতা সাগর জাহান।