লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি : যাত্রীরা নামলেন সুগন্ধা নদীর চরে

লেখক:
প্রকাশ: ২ years ago

ঝালকাঠি : সুগন্ধা নদীতে ঢাকা-ঝালকাঠি রুটের যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৭ এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নলছিটির মল্লিকপুর এলাকায় নদীতে এ ঘটনা ঘটে। এ দুঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনায় যাত্রীবাহী লঞ্চের সামনের অংশ ছিদ্র হয়ে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে লঞ্চটি সারদল এলাকায় নদীর তীরে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী ফারহান-৭ লঞ্চটি সন্ধ্যায় নলছিটি লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার পর খুব দ্রুত চলছিল। সুগন্ধা নদীর মল্লিকপুর এলাকা অতিক্রম করার সময় লঞ্চটি বালুবাহী বাল্কহেডটিকে ধাক্কা দেয়।এতে বাল্কহেডটি ডুবে যায় এবং লঞ্চের সামনের কিছু অংশ ফেটে পানি ঢুকতে থাকে।

অবস্থা বেগতিক দেখে মাস্টার লঞ্চটি দ্রুত সারদল এলাকায় চরে ঠেকিয়ে দিলে যাত্রীরা দ্রুত নেমে যান। স্থানীয়রা ট্রলার নিয়ে বাল্কহেডে থাকা ৫ জন স্টাফকে উদ্ধার করে। ঘটনার পরপরই তুষখালী থেকে ঢাকাগামী পূবালী-৭ লঞ্চটি দুর্ঘটনাস্থলে এসে কিছু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

লঞ্চের সুকানি মো. নুরুল ইসলাম জানান, যাত্রীদের ক্ষতি হয়নি। তারা নিরাপদে যার যার গন্তব্যে চলে গেছেন। দুর্ঘটনায় লঞ্চটির সামনের অংশে একটি ফাটল ধরেছে, তা মেরামত করা হচ্ছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, দুর্ঘটনার পর লঞ্চের যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল সদর নৌ থানার এসআই প্রসেনজিৎ জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত লঞ্চটি মেরামতের জন্য বেলতলা ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।